নিজস্ব প্রতিবেদক : আখাউড়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত ইউনুস মিয়াকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে গত রবিবার রাত ৯ টার দিকে।
আহত ইউনুস মিয়া শিবনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এ ঘটনায় ইউনুস মিয়ার স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে ৭জনকে আসামী করে আখাউড়া থানায় গত ১০ জানুয়ারি লিখিত অভিযোগ করেছেন।
আসামিরা হলেন, মৃত তাহার মিয়ার ছেলে মঙ্গল মিয়া, মঙ্গল মিয়ার ছেলে, আব্দুল্লাহ,সেলিম, সাহাদুল, জানু মিয়ার ছেলে ফরিদ, মৃত শাহ আলমের ছেলে কাদির এবং ইউনুস।
জানা গেছে, ইউনুস মিয়ার সাথে মঙ্গল মিয়ার তিন ছেলের সাথে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধ কে কেন্দ্র করে ইউনুস মিয়াকে হত্যার উদ্দেশ্য তার উপর হামলা চালানো হয় এবং ইউনুস মিয়ার সঙ্গে থাকা বিদেশ গমনের ৪ লক্ষ টাকা তাকে আহত করে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ বিষয়ে প্রতিপক্ষের কাউকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন ভুইয়া বলেন, আমি উভয়পক্ষকে আপস করার কথা বলেছি।