নিজস্ব প্রতিবেদকঃ আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে নির্বাচন কমিশনের গেজেটভুক্ত নির্বাচনী নীতিমালা ও প্রার্থী সমর্থকদের আচরণবিধি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আখাউড়া উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক হায়াত উত দৌলার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আনিসুর রহমান, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফেরদৌস কবীর, ভৈরব র্যাব ১৪ এর কোম্পানি কমান্ডার ডিএডি মোঃ জামাল উদ্দিন , জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, আখাউড়া থানা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর এ আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রসুল আহমেদ নিজামী সহ ডিএসবি পরিদর্শক ও আখাউড়া নির্বাচন কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের নৌকার মেয়র প্রার্থী তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ নুরুল হক ভূইয়া ও সফিকুল ইসলাম। বিএনপির ধানেরশীষের মেয়র প্রার্থী হাজী জয়নাল আবেদীন আব্দুর সহ অত্র পৌর নির্বাচনে সকল সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীগন।