নিজস্ব প্রতিবেদকঃ আখাউড়ায় ভূমিহীন ও গৃহহীন ৪৫টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নতুন ঘর পেলেন। আজ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে এ কার্যক্রম উদ্ভোধন করেন। পরে উপজেলার মোগড়া ইউনিয়নের চরনারায়নপুরের ৪৫ টি ঘরের দলিল সহ ঘর বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, এনডিসি, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুল রহমান, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর-এ আলম , আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রসুল আহমেদ নিজামী সহ আখাউড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সরকারী কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস সাংবাদিকবৃন্দ।