নিজস্ব প্রতিবেদক আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এনাম খাদেমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে শুনানী শেষে মনোনয়ন তাঁর বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান। এর আগে গত ১৯ জানুয়ারীযাচাই বাছাইয়ে তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। ফলে নির্বাচন করতে এনাম খাদেমের আর কোন বাধা রইল না। উল্লেখ্য, আখাউড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে এনাম খাদেম জনগণের কাছে এক পরিচিতি নাম। ইতোমধ্যে তিনি ভোটারদের মন জয় করে নির্বাচনের মাঠে একজন শক্ত প্রার্থী হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছন। সম্প্রতি রেলওয়ে কলোনিতে এনাম খাদেমের দুটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সে সভায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে তাকে সমর্থন দিয়েছে। এনাম খাদেম একজন প্র্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন।
উল্লেখ্য, খড়পুর দক্ষিণ এলাকা এবং রেলওয়ে কলোনাী নিয়ে ৩নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ২৩৪৫। এ ওয়ার্ডে মাত্র দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি জনগণের সেবা করতে চাই। তিনি বলেন, আমাকে নির্বাচনের মাঠ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। ইনশাল্লা জনগণের দোয়ায় আমি নির্বাচনের মাঠে ফিরে এসেছি। জনগণের সঠিক রায়ের মাধ্যমে আমি বিচার চাই।